Original Bio Oil Imported From South Africa
দাগ:
দাগ ত্বকের আরোগ্য প্রক্রিয়ার একটি অংশ যা ক্ষতস্থানের অতিরিক্ত কোলাজেন উৎপাদনের ফলে সৃষ্টি হয়। পূর্ণতা পাওয়ার আগপর্যন্ত দাগ বহুবার বদলালেও এটি দীর্ঘস্থায়ী। বায়ো-অয়েল দাগের উপস্থিতি কমাতে সাহায্য করে, তবে পুরোপুরি অপসারণ করতে পারেনা।
বায়ো-অয়েল দাগের উপর বৃত্তাকার ভাবে ম্যাসেজ করতে হবে, প্রতিদিন দু'বার , কমপক্ষে তিনমাস পর্যন্ত। নতুন দাগের ক্ষেত্রে, ক্ষত পুরোপুরি ঠিক হলে বায়ো-অয়েল ব্যবহার করুন, এবং ফেঁটে যাওয়া ত্বকে ব্যাবহার থেকে বিরত থাকুন। ব্যক্তিবিশেষে ফলাফলের তারতম্য হতে পারে।
স্ট্রেচ মার্কস:
যখন শরীর আবৃত ত্বকের তুলনায় দ্রুত বৃদ্ধি পায়, তখন ত্বক ফেঁটে যায় এবং সাড়ার সময় ক্ষতচিহ্নের সৃষ্টি হয়। এই ক্ষতচিহ্নগুলোই ত্বকের উপর স্ট্রেচ মার্ক্স্ রূপে প্রকাশিত হয়।
স্ট্রেচ মার্ক্স্ তৈরির সম্ভাবনা ত্বকের ধরণ, বর্ণ, বয়স, খাদ্যাভাস এবং ত্বকের আর্দ্রতাভেদে ভিন্ন হতে পারে। স্ট্রেচ মার্ক্স্ হবার প্রবণতা সাধারণত গর্ভবতী মহিলা, বডি-বিল্ডার, বয়ঃসন্ধিকালীন শারীরিক বিকাশ ও দ্রুত ওজনবৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বেশি থাকে।
স্ট্রেচ মার্ক্স্ সাধারণত দীর্ঘস্থায়ী হয়, যদিও বায়ো-অয়েল এর উপস্থিতি কমাতে সাহায্য করে, তবে পুরোপুরি অপসারণ করতে পারেনা।
বায়ো-অয়েল স্ট্রেচ মার্কসের উপর বৃত্তাকার ভাবে প্রয়োগ করতে হবে, প্রতিদিন দু'বার , কমপক্ষে তিনমাস পর্যন্ত। গর্ভাবস্থায় দ্বিতীয় ট্রাইমেস্টারের শুরু থেকে শরীরের যেসব স্থানে স্ট্রেচ মার্ক্স্ হবার সম্ভাবনা বেশি থাকে যেমন তলপেট, স্তন, লোয়ার ব্যাক, নিতম্ব এবং ঊরু ইত্যাদি অংশে ব্যবহার করতে হবে। ব্যক্তিবিশেষে ফলাফলের তারতম্য হতে পারে।
ত্বকের বর্ণের অসামঞ্জস্যতা:
ত্বকের বর্ণের অসামঞ্জস্যতা সৃষ্টি হয় যখন শরীরে মেলানিন তৈরিতে অসামঞ্জস্যতা দেখা দেয়। এটি বিভিন্ন বাহ্যিক কারণেও বৃদ্ধি পেতে পারে যেমন, অতিরিক্ত সূর্যালোকের সংস্পর্শে আসা বা নিম্নমানের ত্বক ফর্সাকারী পণ্যের ব্যাবহার; অথবা বিভিন্ন আভ্যন্তরীন কারণ যেমন গর্ভাবস্থায় হরমোনের ওঠানামা, মোনোপোজ বা গর্ভনিরোধক পিলের ব্যবহারের ফলেও হতে পারে। বায়ো-অয়েল ত্বকের অসামঞ্জস্যতা দূর করতে সাহায্য করে।
বায়ো-অয়েল আক্রান্ত স্থানে প্রতিদিন দু'বার, কমপক্ষে তিন মাস ব্যাবহার করতে হবে। বায়ো-অয়েলে কোনো সানস্ক্রিন উপাদান নেই। বায়ো-অয়েল ত্বক পুরোপুরি মিশে যাওয়ার পরে সানস্ক্রিন ব্যবহার করুন। ব্যক্তিবিশেষে ফলাফলের তারতম্য হতে পারে।
বলিরেখা:
বকের বলিরেখা যা সাধারণত বার্ধক্যজনিত কারণে হয়ে থাকে মূলত কোলাজেন ও ত্বকের স্থিতিস্থাপক প্রক্রিয়ার দুর্বল হয়ে যাওয়ার ফলাফল। বায়ো-অয়েলে আছে বিভিন্ন উপাদান যা ত্বকের নমনীয়তা ফিরিয়ে আনে, ত্বককে করে কোমল ও মসৃন,যার ফলে বলিরেখার উপস্থিতি কমে যায়। এছাড়াও বায়ো-অয়েল ত্বককে ময়েশ্চারাইজ করে ত্বকের গঠন, বর্ণ উন্নত করে ও সূক্ষ রেখার উপস্থিতি কমিয়ে আনে।
বায়ো-অয়েল আক্রান্ত স্থানে প্রতিদিন দু'বার ব্যবহার করুন। ব্যক্তিবিশেষে ফলাফলের তারতম্য হতে পারে।
আর্দ্রতাশূন্য ত্বক:
ত্বকের উপরিভাগে একটি অদৃশ্য তেলের স্তর থাকে যা ত্বকের আর্দ্রতা রক্ষা করে। অতি শুষ্ক আবহাওয়ায় এই লিপিডস্তর ঠিক ভাবে কাজ করতে পারেনা ফলে ত্বকের ময়েশ্চার হারিয়ে যায়। প্রতিদিন গোসলে ক্ষারযুক্ত সাবান ও পানি ব্যাবহারের ফলে এই লিপিডস্তর দ্রুত ক্ষয়ে যায়। বায়ো-অয়েল ত্বকের হারানো লিপিড স্তরের সম্পূরক হিসেবে কাজ করে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
বায়ো-অয়েল প্রতিদিন দু'বার ব্যবহার করুন। ব্যক্তিবিশেষে ফলাফলের তারতম্য হতে পারে।
Color | N/A |
---|---|
Skin Type | All Types of Skin |
Manufacturer | Bio Oil |
Superdrug Vitamin E Moisturising Day Cream With SPF15 - 100ml
Beauty Formulas - On The Spot Acne Treatment - 30ml
Bio Oil Specialist Skincare Oil - 125ml